পানিতে ডুবে ২ চাচাতো ভাই নিহত


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৯ মে ২০১৬

জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে নাহিদ মিয়া (৫) ও মুনির মিয়া (৬) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম সমসপাড়া গ্রামে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবার।

নিহত নাহিদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম সমসপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ও মুনির মিয়া একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নাহিদ ও মুনির বাড়ির পাশের নতুন পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

তালুককানুপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো. মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, একই সঙ্গে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অমিত দাশ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।