ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দুটি গরু উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর ও বাঘাডাংগা বিওপি পৃথক অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা চেষ্টা করছিলেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাতভর অভিযানে ১৩৩ বোতল ভারতীয় মদ, ১৩০ বোতল ফেনসিডিল ও দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ১২ জনকে আটক করেছে বিজিবি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ পক্রিয়া শেষে তদের আদালতে পাঠানো হবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।