ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে মোংলায় দুই জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’।

আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ টন চাল নিয়ে নোঙ্গর করে ফেয়ারওয়ে বয়াতে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন্সের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, ৩ ফেব্রুয়ারি এ চাল খালাস শুরু হবে।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ শতাংশ চাল। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান। ২ ফেব্রুয়ারি এ চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে ৩ ফেব্রুয়ারি খালাস শুরু হবে।

এর আগে প্রথম চালান ২০ জানুয়ারি ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে। যার পরিমাণ ছিল পাঁচ হাজার ৭০০ টন।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।