ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন, সম্পাদক বাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে জাবেদ রহিম বিজন সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচন কমিশনার মো. ইকরামুল হক (নাহিদ) ফল ঘোষণা করেন।

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। সদস্য নজরুল ইসলাম ভূইয়া ও শাহজাহান সাজু।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় দুই পদে বিজয়ীরা হলেন পাঠাগাড় ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান এবং সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

এর আগে ২০২৩ সালে ২১ জানুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা সেক্রেটারি নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি রিয়াজ উদ্দিন জামি মৃত্যুবরণ হলে গত ১৬ আগস্ট শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাবেদ রহিম বিজন সভাপতি নির্বাচিত হন।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।