বান্দরবানে গুলিসহ যুবক আটক
বান্দরবানের লামা উপজেলায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি পূর্ব শিলেরতুয়া নয়াপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
সূত্র জানায়, রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া এলাকার মো. রফিক শিলেরতুয়া মার্মা পাড়ার মংবুশে মার্মাকে ফোনে জানায়- যে এলাকার রবিউল ইসলামের কাছে অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি মংবুশে মার্মা (৫৮) লামা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জহিরুল ইসলামকে জানায়।
পরে সেনাবাহিনীর একটি দল বুধবার রাত ২টার দিকে পূর্ব শিলেরতুয়া এলাকায় অভিযান চালায়। এসময় রবিউল ইসলামের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক রবিউলকে জিজ্ঞাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে রবিউলকে আসামি করে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/এআরএ/আরআইপি