শিশুদের মারামারিতে যোগ দিলেন বড়রা, আহত ১৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব ( কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ভাঙচুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় পৌর শহরের জগন্নাথপুর কমলার মোড় টিটিরোড এলাকার মিঠুরি বাড়ি ও বৈচার মার বাড়ির মধ্যে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ১ ও ২ ফেব্রুয়ারি দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন, মিঠুরির বাড়ির শিপন মিয়া, সুলতান মিয়া, অনিক, তোফাজ্জল, বৈচার মার বাড়ির ফারুক মিয়া, বাবুনি বেগম, আরাফাত মিয়া ও বিজয় মিয়া।

তাদের মধ্যে ফারুক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিজয় মিয়া বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আরও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শহরের জগন্নাথপুর এলাকার মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার ছেলে আলী হোসেনের সঙ্গে বৈচার মার বাড়ির নিমন মিয়ার ছেলে সিয়ামের মারামারি হয়। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ বিষয়ে দুই পক্ষের লোকজন মীমাংসা করতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে সেটি বড় সংঘর্ষে রূপ নেয়। পরদিন রোববার আবারও রাতে সংঘর্ষ হয়। এতে বৈচার মার বাড়ির ফারুক মিয়া ও বিজয়সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এসময় ১০-১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার রাতে তৃতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিঠুরি বাড়ির পক্ষের শিপন মিয়া বলেন, মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার এতিম ছেলে আলী হোসেনকে বৈচার বাড়ির ছেলেরা মারধর করে। আমি ও আমার ছেলে শিশুটিকে বাঁচিয়ে আনতে গেলে আমাকেও মারধর করে বৈচার মার বাড়ির লোকজন। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

বৈচার মার বাড়ির খোকন মিয়া বলেন, শিশুরা মারামারি করেছে। মিঠুরির বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট করেছে। আমার ছোট ভাই মোরাদ তাদের মারধরের কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আছেন। এছাড়াও আমার বাড়ির আরেক ছোট ভাই বিজয় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে ভাঙচুর ও লুটপাট করেছে তারা। আমরা এর কঠোর বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।