ইউএনওর বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলির আদেশ ঠেকাতে মানববন্ধন করা হয়েছে। তাকে কমলনগরের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ‘কমলনগরের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এ আয়োজন করা হয়। ইউএনও মানুষের মন জয় করেছেন বলে দাবি তোলেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর প্রেস ক্লাবের একাংশের সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মন্টি, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসাইন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকিসহ অনেকে।

ইউএনওর বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুল মোতালেব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ইউএনও দক্ষভাবে কমলনগরকে আগলে রেখেছেন। গত বন্যায় খাদ্যসামগ্রী নিয়ে মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। এ অবস্থায় ইউএনওর বদলি ঠিক হয়নি। এখনই জনগণ তাকে এ উপজেলার দায়িত্ব থেকে যেতে দিতে চায় না। এজন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি তাকে কমলনগরে পুনর্বহাল করা হোক।

ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ে আমাকে সেখানে যোগদান করতে হবে। অতীত কর্মকাণ্ডে খুশি হয়ে হয়ত এলাকার জনগণ আমাকে কমলনগরে পুনর্বহাল চেয়ে মানববন্ধন করেছেন।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।