কুমার নদে গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়তো।

পারিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যাস্ত ছিলেন। এই সুযোগ মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যান ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে।

মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা গোসলে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের সংবাদ পেয়ে ডুবুরি দল উদ্ধারে নেমেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।