নাটোরে শিমুলের বাড়িতে হামলা অগ্নিসংযোগ, নেচে গিয়ে উল্লাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটা জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ভাঙচুর এবং ব্যান্ডের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খুলে নিয়ে যাওয়া হয় দরজা জানলা ও লোহার গ্রিল। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত ছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখে ছাত্র-জনতা মিছিল বের করে শহরের নিচাবাজার এলাকা ঘুরে কান্দিভিটা হয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনের সামনে উপস্থিত হয়। এসময় তারা বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং ভাঙচুর চালায়। পরে সেখানে মাইক বাজিয়ে নেচে গেয়ে উল্লাস করে। তবে এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।

রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।