মাথাপিছু আয় কমে ২৭৩৮ ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে এখন দুই হাজার ৭৩৮ মার্কিন ডলার বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৮৪ ডলার।

২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

আরও পড়ুন

বিবিএস জানায়, সাময়িক হিসাব অনুযায়ী টাকার অঙ্কও কমেছে। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। কয়েক বছর ধরে কমছে মাথাপিছু আয়। ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২১-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার।

এমওএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।