নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
মো. মোতাছিম বিল্লাহ/ ছবি- সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস 'নগদ'-এ নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে পদায়ন করেছে। একই সঙ্গে মোতাছিম বিল্লাহকে প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা হয়। এর পর থেকে তিনি আর অফিস করেননি। গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন দিদার। জিডিতে তিনি নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসন খান বলেন, হামলার পর গতকাল বুধবার পর্যন্ত মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করেননি। কারণ তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তিনি সাহস পাচ্ছিলেন না। এ পরিস্থিতিতে নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করা হয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাহকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আগস্টে পট পরিবর্তনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের প্রশাসক নিয়োগ দেয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর নগদে নানান অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র এরই মধ্যে তারা বের করেছেন। এসব কারণে নগদের পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে ওঠেন।

ইএআর/এমএইচআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।