গৃহস্থালি প্লাস্টিকপণ্য রপ্তানি

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ মার্চ ২০২৫
আরএফএল ও হাইতিয়ান গ্রুপের চুক্তি সই অনুষ্ঠান, ছবি: জাগো নিউজ

গৃহস্থালি প্লাস্টিকপণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে একটি চুক্তি সই করেছে। চীন থেকে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করা হবে এ চুক্তির আওতায়।

রোববার রাজধানীতে গুলশানের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।

এসময় জানানো হয়, আরএফএল গ্রুপ ২০০ কোটি টাকা বিনিয়োগে রপ্তানিমুখী প্লাস্টিক পণ্য উৎপাদনের কারখানা করতে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানাটি হচ্ছে। নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে। ওই কারখানার যন্ত্রাংশ সরবরাহ করবে হাইতিয়ান গ্রুপ।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন:

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার এবং হাইতিয়ান গ্রপের জেনারেল ম্যানেজার (সেলস) লি হুফেং উপস্থিত ছিলেন।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, বর্তমানে দেশের বিনিয়োগ পরিস্থিতি নানান চ্যালেঞ্জের মুখোমুখি। বেসরকারি বিনিয়োগের গতি মন্থর। এই প্রতিকূলতার মধ্যেও আরএফএল নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা দেশের জন্য একটি ইতিবাচক বার্তা।

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

তিনি বলেন, এ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং এটি দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগামী মে মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হবে এবং এতে প্রায় ২ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।

হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা বলেন, এই রপ্তানি আদেশটি শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, এটি উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি, দক্ষতা এবং সাসটেইনেবিলিটিকেও নির্দেশ করে। প্রাণ-আরএফএলের অব্যাহত সাফল্যে অবদান রাখতে পেরে হাইতিয়ান গ্রুপ সম্মানিত। আমরা আশা করছি, দুই কোম্পানি মিলে বিশ্ববাজারে রপ্তানির ক্ষেত্রে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো।

বর্তমানে আরএফএলের পণ্য ৮০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। রপ্তানিমুখী এ নতুন কারখানা প্রতিষ্ঠার ফলে রপ্তানির পরিধি আরও বিস্তৃত হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই মধ্যে এ কারখানাকে কেন্দ্র করে নতুন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এর মধ্যে একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে।

হাইতিয়ান গ্রুপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্লাস্টিক উৎপাদনের মেশিনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি উৎপাদনের লক্ষ্যে ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য মানসম্মত ও সর্বাধুনিক মানের ইনজেকশন মোল্ডিং মেশিন সরবরাহ করে আসছে।

এনএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।