ইলন মাস্ক আসবেন এমন ঘোষণা কখনো দেইনি: বিডার নির্বাহী পরিচালক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

আসন্ন বিনিয়োগ সম্মেলনে আসবেন ইলন মাস্ক- এমন ঘোষণা কখনো দেননি বলে দাবি করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে নিয়ে আসা আগে যতটা সহজ ছিল, এখন ততটা সহজ নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ইলন মাস্ক সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। এখন ওনাকে নিয়ে আসার জন্য একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এবারের বিনিয়োগ সম্মেলনে না এলেও ওনাকে বাংলাদেশে নিয়ে আসার প্রচেষ্টা চলছে।

এমইউ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।