বাংলাদেশ থেকে ফল ও আলু নিতে আগ্রহী সিঙ্গাপুর
বাংলাদেশ থেকে সিঙ্গাপুরকে চা, মৌসুমি ফল, আলু ও হিমায়িত মাছ আমদানির আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এসময় ফল ও আলু আমদানিতে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৮ এপ্রিল) বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও যুগ্ম-সচিব নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন।
এনএইচ/এএসএ/এএসএম