কুমিল্লায় ‘টেস্টি ট্রিট’ এর আরেকটি শোরুম চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২১ এপ্রিল ২০২৫

দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ কুমিল্লায় আরও একটি শোরুম চালু করেছে। রোববার (২০ এপ্রিল) কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিট এর প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল।

টেস্টি ট্রিট জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বেকারি পণ্যের জন্য জনপ্রিয়। এটি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের একটি জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড। ফুডপ্রেমীদের কাছে জনপ্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্তমানে টেস্টি ট্রিটের ৪৫৩টি শোরুম চালু রয়েছে।

এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, সুলভমূল্যে ক্রেতাদের কাছে বিভিন্ন উৎসবের কেক ও স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। খাদ্যপণ্যের শোরুমগুলোর মধ্যে টেস্টি ট্রিট এখন দেশের সর্ববৃহৎ রিটেইল। ভোক্তাদের ভালোবাসাই টেস্টি ট্রিটকে এতদূর নিয়ে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন টেস্টি ট্রিট-এর অপারেশন ম্যানেজার রিয়াজুর রহমান, হেড অব সেলস তৌহিদুর রহমান এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওন।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।