ঢাকায় সংগ্রহ হয়েছে ৭৫ হাজার চামড়া, বাইরের জন্য অপেক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৩ জুন ২০২৫

ঢাকার আড়তগুলোতে কাঁচা চামড়া সংগ্রহ প্রায় শেষ। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এখন পর্যন্ত ঢাকায় তারা ৭৫ হাজার চামড়া সংগ্রহ করতে পেরেছে। যদিও ব্যবসায়ীদের টার্গেট ছিল এক লাখেরও বেশি চামড়া সংগ্রহ করা।

শুক্রবার (১৩ জুন) ঢাকার কাঁচা চামড়ার আড়তদারদের এই সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান জাগো নিউজকে বলেন, এবার কোরবানি কম হওয়ার কারণে চামড়া কেনার টার্গেট পূরণ হয়নি। এখন আমরা ঢাকা জেলার বাইরের চামড়ার জন্য অপেক্ষা করছি।

এদিকে সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে। অর্থাৎ এবার ঈদের পরে ১০ দিন শুধু ঢাকা জেলার চামড়া পোস্তা সাভারসহ ঢাকার অন্যান্য আড়তে কেনা-বেচা হচ্ছে। ঢাকার বাইরের চামড়া আসবে আগামী সোমবার থেকে।

মঞ্জুরুল হাসান বলেন, এবার সারাদেশেই কোরবানি কম হয়েছে। ঢাকার বাহির থেকেও কম চামড়া আসবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের ঈদে গত বছরের তুলনায় সারাদেশে পশু কোরবানি কমেছে প্রায় ১৩ লাখ। এ বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়েছে। গত বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি হয়েছিল। আর ঢাকার দুই সিটি করপোরেশনে কোরবানির পশুর সংখ্যা ১২ লাখ থেকে কমে ৬ লাখে নেমেছে।

এদিকে এসব কাঁচা চামড়া ঢাকাসহ সারাদেশের বিভিন্ন আড়তদারদের মাধ্যমে যায় ট্যানারিতে। ট্যানারির মালিকদের সূত্রে জানা গেছে, এ বছর তারা ৮৫ থেকে ৯০ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে এ সংগ্রহ কমতে পারে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, এ বছর সংগ্রহ কমবে বেশ কিছুটা। এ পর্যন্ত পাঁচ লাখ চামড়া আমাদের ট্যানারিগুলোতে এসেছে।

এনএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।