বাংলাদেশ ব্যাংকে শহীদ আবু সাঈদ স্মরণে দেয়াল কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৭ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ দোয়া মাহফিল ও প্রতীকী দেয়াল কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনের প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কর্মকর্তারা শহীদ আবু সাঈদের প্রতীকী ‘দেয়াল’ তৈরি করেন। দু’হাত প্রসারিত করে তার প্রতিবাদী অবস্থানকে স্মরণ করেই এই প্রতীকী দেয়াল নির্মাণ।

বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ দেশের জনগণকে শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তার আত্মত্যাগ বাংলাদেশকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ এনে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, গত বছরের এই দিনে শহীদ আবু সাঈদ জীবন উৎসর্গ করে জাতিকে জাগিয়ে তুলেছিলেন। আমরা তাকে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ সব মানুষকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাদের স্মরণে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যেন অন্যায় দেখলে আমরা সবাই আবু সাঈদের মতো প্রতিবাদী হতে পারি।

কেন্দ্রীয় ব্যাংকের অন্য এক পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ একটি ইতিহাস তৈরি করে গেছেন। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন- এই দেশের প্রকৃত মালিক জনগণ। কিন্তু গত ১৬ বছরে একটি গোষ্ঠী সেই মালিকানা ছিনিয়ে নিয়েছিল। তারা দেশের আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখন দেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমরা আশাবাদী, শিগগির একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছাতে পারব।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম এ সময় বলেন, বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। তবে আবু সাঈদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, তা ভিন্ন মাত্রার। যা মানুষকে সত্যিকার অর্থেই নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

ইএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।