ফারইস্টের সাবেক সিইও আপেল মাহমুদের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ০৬ আগস্ট ২০২৫
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক সিইও আপেল মাহমুদ

জালিয়াতি ও প্রতারণা করে তথ্যপাচারের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) লাইফ সদস্য এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ফারইস্ট ইসলাম লাইফ।

মামলার অন্যন্য আসামিরা হলেন- ফারইস্ট লাইফের আইটি বিভাগের ইনচার্জ লোকমান ফারুক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওসমান গনি।

কোম্পানিটির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন গত ৪ আগস্ট শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৯, ২১ ও ২২ ধারায় এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওযার জন্য ফারইস্ট ইসলামী লাইফে ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে প্রতারণার মাধ্যমে তথ্য ভান্ডারে প্রবেশ করে ৫৫ হাজার ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল নাম্বার, বেতন-ভাতা, কর্মচারীর পরিচিতি নাম্বারসহ গোপনীয় তথ্যপাচার সাবলাইন নামক একটি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে।

এসব তথ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর জীবন ও সম্পদ হুমকির মধ্যে রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, আমি কোম্পানির আইন কর্মকর্তা। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই মামলা করা হয়েছে।

এমএএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।