ফেনীতে তৃতীয় বর্ডার হাটের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

ফেনীতে দেশের তৃতীয় বর্ডার হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। মঙ্গলবার জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামে এবং ভারতীয় সীমান্তের শ্রীনগর গ্রামে এ বর্ডার হাটের উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন।

ভারত সরকারের অর্থায়নে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ হাটে ৫০টি দোকান স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৫টি ভারতের ও ২৫টি বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার এ হাট বসবে।

শুল্কমুক্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য বেচাকেনা হবে। প্রতিটি ক্রেতা সর্বোচ্চ ১শ’ ডলার মূল্যের মালামাল ক্রয় করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার ও ভারতীয় জনগণের ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বলেন, স্বাধীনতার পর শূন্য হাতে বাংলাদেশ সরকার যাত্রা শুরু করে আজ উন্নতির সোপানে পৌঁছেছে। সাড়ে সাত কোটি জনগণের এ দেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল, কিন্তু আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে চাল রফতানি করছে। বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে আছে।

তিনি আরো বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি বাংলাদেশের সংসদে পাস হলেও ভারতীয় সংসদে এখনো অনুমোদন হয়নি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অচিরেই স্থিতিশীল হয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, এমপি জিতেন্দ্র চৌধুরী, বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পংকজ সরণ, ফেনীর ৩ জন এমপি শিরিন আকতার, নিজাম হাজারী ও জাহানারা বেগম।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।