রাঙ্গামাটিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৪ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০২:২২ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

রাঙ্গামাটি শহরের শহীদ শুক্কুর ষ্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাঙ্গামাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জেলা প্রশাসন মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চেম্বার অব কমার্সের পরিচালক মো. বেলাল হোসেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় স্টল এবং প্যাভেলিয়ন নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৪/৫ দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। স্টল নিতে ইচ্ছুকদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত জমা দিতে হবে।

মেলা চলাকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরে প্রতিদিন মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।