কটন সামিট শুরু শুক্রবার
দুই দিনব্যাপী কটন সামিট শুরু হচ্ছে শুক্রবার। রাজধানীর হোটেল র্যাডিসনে সামিটের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।
তিনি বলেন, এবারের সামিটে বাংলাদেশ ছাড়াও ১১টি দেশের তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা অংশ নেবেন। টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) যৌথভাবে সামিটের আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে আলী খোকন বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত তুলা আমদানির পরিমাণ ৩ মিলিয়ন বেল বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে তুলার প্রবৃদ্ধি হয়েছে ১০০ শতাংশের বেশি। বর্তমানে ৪৩০টিরও বেশি স্পিনিং মিল রয়েছে। যাদের স্পিন্ডল ক্যাপাসিটি সাড়ে ১১ মিলিয়ন। আগামীতে স্পিনিং ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। ফলে আরো অতিরিক্ত ১৫ লাখ বেল তুলনার প্রয়োজন। বাড়তি চাহিদার জোগান দিতে সামিটের আয়োজন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯৯ শতাংশ তুলা আমদানি করতে হয়। এর মধ্যে ৫০ শতাংশ আমদানি হয় ভারত থেকে। এ নির্ভরশীলতা কমিয়ে আনতেই সামিটের আয়োজন করা হয়েছে।
বিসিএ’র সেক্রেটারি জেনারেল মেহেদী আলী বলেন, দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকারের সঙ্গে বেসরকারি খাতও কাজ করছে। ২০২৫ সালের মধ্যে ১০ লাখ বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এটা সম্ভব হলে চাহিদার ১০ শতাংশ তুলা দেশেই উৎপাদন সম্ভব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ পরিচালক মোশাররফ হোসেন, ইলিয়াস সিরাজী, বিসিএ’র যুগ্ম মহাসচিব মতিন সরকার প্রমুখ।
এসআই/এএইচ/আরআইপি