৫০ হাজার শেয়ার কিনবেন সিটি ব্যাংক পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের এক পরিচালক ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার কিনবেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ৫০ হাজার শেয়ার বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিনবেন।

এদিকে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সর্বশেষ সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। গত ৫২ সপ্তাহে শেয়ারটি ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪৫ টাকায় বেচাকেনা হয়।

‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।