মাত্র ১০ মিনিটে ঋণ দেবে ভারতীয় ব্যাংক


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২০ জুন ২০১৫

ঋণের টাকা পেতে গ্রাহকদের আর অপেক্ষা করতে হবে না। যেকোনো বিপদকালীন পরিস্থিতিতে গ্রাহকদের সহায়তা করবে এইচডিএফসি ব্যাংক। গ্রাহকদের ঋণ পাওয়া সহজ করে তুলতে একটি নতুন প্রকল্প চালু করেছে ভারতের ব্যাংকটি। এ প্রকল্পে ব্যাংকের গ্রাহকরা মাত্র ১০ মিনিটের মধ্যে ঋণের টাকা পাবেন। খবর কলকতা ২৪-এর।

ঋণের জন্য সংশ্লিষ্ট গ্রাহককে প্রয়োজনীয় কোনো কাগজও জমা দিতে হবে না। প্রকল্প চালু করে বিবৃতিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে গ্রাহকদের মাত্র ১০ মিনিটে ব্যক্তিগত ঋণ দেবে এইচডিএফসি ব্যাংক।

এর ফলে ব্যাংকের বর্তমান গ্রাহকরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা পূর্ব অনুমোদিত ঋণ পাবেন। ঋণ পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ায় কোথাও কাগজের ব্যবহার হবে না।

সংশ্লিষ্ট গ্রাহক ব্যাংকের নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিজ অ্যাকাউন্টে ঢুকে মাউসের একটি মাত্র ক্লিকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।