মানি লন্ডারিং আইন সংশোধনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

অর্থ পাচার-সংক্রান্ত ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে মানি লন্ডারিং অ্যাক্ট সংশোধনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপাইনের রিজাল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মামলা করতে মানি লন্ডারিং আইনে কোনো দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এ আইনের কিছু অংশে পরিবর্তন আনা হবে।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, গর্ভনর ড. ফজলে কবির, অ্যাটর্নি জেনারেল মো. মাহবুবে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফেরত পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা চুরি হয়েছে, মামলার ব্যাপার আছে। এখন এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।

তিনি আরও বলেন, আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে সেটার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে কি-না তা দেখতে আজ বসেছিলাম। এ আইনটা নিয়ে আমরা কত দূর যেতে পারি, কোনো সংশোধন প্রয়োজন হবে কি-না।
অর্থমন্ত্রী বলেন, তবে আমরা আজকে যে পর্যালোচনা করলাম, তাতে আইনের খুব বেশি দুর্বলতা পাইনি। হয়তো অ্যামেন্ডমেন্ট করতে হতে পারে, যদি অন্য কোনো প্রসেসিং করতে চাই। তবে বর্তমান আইনে মামলা করতে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মানি লন্ডারিং মামলার জন্য দায়িত্বশীল দফতর হলো- অ্যাটর্নি জেনারেল অফিস আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ দুটির মধ্যে দ্বৈততা আছে-এটা একটু পরিষ্কার করতে হবে। যদি এটা করতে চাই তাহলে অ্যামেন্ডমেন্ট হতে পারে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই আবারও বৈঠক হবে বলে সূত্র জানিয়েছে।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।