পোশাক রফতানির বিপরীতে তহবিলের অর্থ কর্তন নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ মে ২০১৮

তৈরি পোশাকের সব ধরনের রফতানির বিপরীতে শতকরা তিন পয়সা হারে কর্তন করে তহবিল সংগ্রহের নির্দেশনা রয়েছে সরকারের। তবে অনেক ব্যাংক তা না মানায় কেন্দ্রীয় তহবিলে প্রত্যাশার অনুযায়ী অর্থ জমা হচ্ছে না। ফলে এবার তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক শিল্পের সব প্রতিষ্ঠানের এলসি, বায়িং কন্ট্রাক্ট, চুক্তি, পারচেজ অর্ডার বা অগ্রিম পরিশোধ ইত্যাদি উপায়ে প্রত্যাবাসিত রফতানি মূল্যের বিপরীতে সংশ্নিষ্ট ব্যাংক থেকে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ (০.০৩) হারে অর্থ কর্তন করার নিয়ম রয়েছে।

কর্তন করা অর্থ যথা নিয়মে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় তহবিলের ‘সিআরএমজি সেক্টর’ নামে এসএনডি হিসাবে জমা করতে হবে। শ্রমিকদের দুর্ঘটনা জনিত মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি, চাকরিরত অবস্থায় অসুস্থতাসহ আপদকালীন প্রয়োজনে এ অর্থ ব্যয় করা হয়।

নিয়ম অনুযায়ী, সব ধরনের রফতানির বিপরীতে তহবিলের অর্থ কেটে সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় খোলা অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।