নাটোরে উন্নয়ন সম্মেলন করল জেনিথ লাইফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ মার্চ ২০২০

নাটোরে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। নাটোর রাজবাড়ী আনন্দ ভবনে এ সম্মেলন আয়োজন করে কোম্পানিটির নাটোর সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উন্নয়ন কমিটির চেয়ারম্যান শিল্পপতি এটিএম এনায়েত উল্লাহ। আর প্রধান আলোচক ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন জেনারেশনের যে সব বীমা কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে জেনিথ অন্যতম। জেনিথ লাইফ গ্রাহকের দাবি দ্রুত নিষ্পত্তি করে, এটি অনলাইন কোম্পানি হওয়ায় গ্রাহক তার সব তথ্য মোবাইল ফোনে দেখতে পান।

কোম্পানির প্রকল্প পরিচালক ও নাটোর সার্ভিস সেন্টার ইনচার্জ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানি সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, ডিএমডি হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম ও উন্নয়ন প্রশাসন বিভাগের ডিজিএম নিজাম উদ্দিন। এ ব্যবসা উন্নয়ন সভায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় তিন শতাধিক বাছাই করা উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

এমএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।