করোনায় পুনেতে বন্ধ হতে পারে টাটার কারখানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত কারখানা বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে টাটা মোটরস। কারখানার কাজকর্ম ইতোমধ্যেই অনেক কমিয়ে দেয়া হয়েছে।

পুনেতেই রয়েছে টাটা মোটরসের ইঞ্জিনিয়ারিং সেন্টার। কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের। সেই কারণেই পুনের কারখানায় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টাটা মোটরস।

গত শুক্রবারই প্রয়োজনীয় সার্ভিস ছাড়া সব অফিস ও দোকান বন্ধ করে দেয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। শুধু মুম্বাই ও পুনে শহরকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গ ও ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির অধিকাংশ অঞ্চল লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার সকালের দিকে নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার পুরোপুরি শাটডাউন ঘোষণা করেছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকায় কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে দেশের অন্তত ৭৫টি জেলা পুরোপুরি লকডাউন করে দিয়েছে।

করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৩৯৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে উঠেছেন ২৪ জন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।