ন্যাশনাল লাইফের সিইওর মৃত্যুতে বিআইএ’র শোক
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য জামাল এম এ নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ন্যাশনাল লাইফের শীর্ষ এই কর্মকর্তা।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের শোক বার্তায় বলা হয়েছে, জামাল এম এ নাসেরের মৃত্যুতে বিআইএ’র নির্বাহী কমিটির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, বীমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গভীরভাবে শোকাহত। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাসহ আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছে।
জামাল এম এ নাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে অ্যাকচ্যুয়ারিয়াল সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে। পরবর্তীতে বিভিন্ন বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মধ্যে সন্ধানী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, গোল্ডেন লাইফ এবং সর্বশেষ ন্যাশনাল লাইফে ২০১২ সাল থেকে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৯ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বীমা শিল্পের সার্বিক উন্নতি ও বীমা শিল্পকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বীমা শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের কথা ইন্স্যুরেন্স পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে বীমা শিল্প একজন নিষ্ঠাবান বীমা কর্মীকে হারালো, যা বীমা শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।
এমএএস/এমএফ/এমকেএইচ