অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে শিপমেন্ট ট্র্যাকিং চার্জ
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই জাহাজীকরণ (শিপমেন্ট) ট্র্যাকিং চার্জ বিদেশে পাঠাতে পারবে ব্যাংকগুলো। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
বিদেশ থেকে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে যখন শিপমেন্ট হয়, তখন কেবল শিপমেন্ট দলিল সংশ্লিষ্ট কাগজপত্র আমদানিকারকের কাছে পাঠানো হয়। কিন্তু শিপমেন্ট হয়েছে কি-না, সেটা বোঝা যায় না। শিপমেন্ট হয়েছে কি-না, এ ধরনের সেবায় বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ট্র্যাকিং সার্ভিস প্রভাইডার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে কন্টেইনার নম্বর দিলেই বলে দিতে পারে শিপমেন্ট হয়েছে কি-না। যার জন্য তাদের নির্ধারিত হারে চার্জ দিতে হয়। এতদিন এ চার্জ বিদেশে পাঠানোর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগত। এখন আর অনুমোদন লাগবে না।
এসআই/এমএআর/এমএস