মজুতের ৭ হাজার লিটার তেল বিক্রি হলো ন্যায্য দামে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১০ মে ২০২২
মজুত করা তেল উদ্ধার করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মজুত করা সাত হাজার ১৫৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করে তা ন্যায্য দামে বিক্রি করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মে) দুপুরে গাজীপুরের বোর্ড বাজারে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়। এসময় তেল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় তিন লাখ টাকা।

oil01

প্রতিষ্ঠান দুটির একটি হলো ‘মেসার্স মনির জেনারেল স্টোর’। এদের থেকে আগের দামের এক, দুই ও পাঁচ লিটারের মোট দুই হাজার ৫৮ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। আর তা উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় আগের দরে (এক লিটার ১৬০ টাকা, দুই লিটার ৩১৮ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকায়)। এরপর প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় দুই লাখ টাকা।

oil01

অপরদিকে একই এলাকার ‘মেসার্স আর পি ট্রেডার্সকে’ এক লাখ টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানে আগের দামে কেনা ২৫ ড্রাম খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। সব মিলিয়ে এই তেলের পরিমাণ হলো পাঁচ হাজার ১০০ লিটার। যা অবৈধভাবে মজুত করা হয়।

উদ্ধার করা এসব তেল উপস্থিত ক্রেতাদের কাছে আগের দামে (প্রতি লিটার ১৪৩ টাকায়) বিক্রি করা হয়।

এনএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।