বাণিজ্যমেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডে বিশেষ ছাড়

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২০ জানুয়ারি ২০২৩

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। প্রথমদিকে উপস্থিতি কম থাকলেও দিন দিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা। এদিকে মেলা উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিভিন্ন জুয়েলারি পণ্যে চলছে আকর্ষণীয় নানা অফার। এতে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নটিতে ভিড় করছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

jagonews24

জানা যায়, মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড় দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্যগুলো বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে নোস পিন ৪২ হাজার ছয়শ টাকা, পেন্ডেন্ট সেট এক লাখ দুই হাজার চারশ টাকা, ব্রেসলেট দুই লাখ ৯৯ হাজার টাকা, ফিঙ্গার রিং ১৫ হাজার থেকে পাঁচ লাখ টাকা, প্লাটিনাম রিং ৫২ হাজার টাকা, গোল্ড রিং ৪৪ হাজার ৯৩১ টাকা, প্লাটিনাম ও ডায়মন্ডের ব্রেসলেট দুই লাখ ৪৩ হাজার ৩৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় আরএফএল-এর ৬৪০০ পণ্য

তাসরিফা জাহান সোহা নামে এক দর্শনার্থী জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নটি আকর্ষণীয়। এখানের জুয়েলারিগুলো সবার মতো আমার খুব পছন্দ। এখান থেকে একটি নোস পিন কিনলাম।

ডায়মন্ড ওয়ার্ল্ড প্যাভিলিয়নের সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা শরীফ ইসলাম বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্যগুলো ক্রেতাদের কাছে খুব প্রিয়। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে আমরা নানা অফার দিচ্ছি। তাই এবারের মেলায় ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, গতবারের তুলনায় এবার ভালো বিক্রি করা হবে।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/m-23-20230120105927.jpg

আরও পড়ুন: বাণিজ্যমেলায় হাইটেকের ফার্নিচারে ১৫ শতাংশ ছাড়

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।

আরও পড়ুন: কোরিয়ান হারবাল কসমেটিকসে আকর্ষণীয় ছাড়

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।