লেনদেন বাড়লেও সূচক কমেছে


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৩ মার্চ ২০১৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। তবে সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৯১ কোটি টাকা বা ২১ দশমিক ৯৮ শতাংশ বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা।

ডিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট কমে ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১২ হাজার ১২৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে

সিএসইতে মোট ২৩০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪১ লাখ টাকা।

এসআই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।