নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চায় এলএফএমইএবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

শিল্পখাতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ উৎসে কর স্থায়ীভাবে প্রত্যাহার চেয়েছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। পাশাপাশি বন্ড ব্যবস্থাপনার পরিবর্তে আমদানি করের সমহার প্রবর্তন ও চামড়া শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে আয়কর অব্যাহতি চেয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন সংগঠনটি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রণোদনাকে নীতি সহায়তা অংশ জানিয়ে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এর উৎসে কর কর্তন যৌক্তিক হতে পারে না। এ কর মওকুফ চামড়াজাত পণ্যকে বৈশ্বিক মঞ্চে আরও প্রতিযোগিতামূলক করবে।

সভায় ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) দাবি সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) পরিচালনার কেমিক্যালস ও যন্ত্রাংশ বিনাশুল্কে আমদানির সুযোগ দেওয়া। এছাড়া রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশের বিপরীতে তিন শতাংশ করা, চামড়া রপ্তানির ক্ষেত্রে টিডিএস এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শূন্য শতাংশ, রপ্তানিবিষয়ক আর্থিক প্রণোদনা উৎপাদির পণ্যের ওপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা, চামড়াজাত পণ্যে ব্যবহৃত কেমিক্যালসের ওপর ভ্যাট কমানোসহ একাধিক পণ্যে শুল্ক ছাড় চেয়েছে সংগঠনটি।

এসএম/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।