ডিএসইর লেনদেনের বেড়েছে ২১.৬৫ শতাংশ


প্রকাশিত: ১০:২৭ এএম, ২০ এপ্রিল ২০১৬

টানা তিন দিন পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সামান্য মূল্য সূচক বেড়েছে। একই সঙ্গে  উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।

বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৬ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৯৪ কোটি টাকা বা ২১ দশমিক ৬৫ শংতাশ বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটেরর লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠনের শেয়ার দর।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৪ পয়েন্টে, সিএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪১৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক শূণ্য ৪ পয়েন্ট বেড়ে ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। মোট লেনদেন হওয়া ২৪১ টি কোম্পানির মধ্যে বেড়েছে ৭৫ টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির শেয়ার দর।

এসআই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।