ঈদের আগে বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তায় বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৩ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৩ লাখ শিক্ষকের ঈদ বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সবেমাত্র ঈদ বোনাস বা উৎসবভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৩ মার্চ) এ প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন আরও কয়েকটি ধাপের কাজ শেষ করে শিক্ষা উপদেষ্টার অনুমোদন প্রয়োজন হবে। এরপর সরকারি আদেশ (জিও) জারি হবে। তারপর শিক্ষকদের জন্য ঈদ বোনাস দেওয়া হবে।

মাউশি সূত্র বলছে, ২৬ মার্চ সরকারি ছুটি বাদ দিলে ঈদের আগে আর মাত্র তিন কার্যদিবস রয়েছে। তিন কার্যদিবসে প্রস্তাব অনুমোদন করে জিও জারি এবং ইএফটির মাধ্যমে ব্যাংকে বোনাসের টাকা পাঠানো কষ্টসাধ্য হবে বলে মনে করছেন খোদ মাউশি কর্মকর্তারা।

তবে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় আন্তরিক থাকলে শিক্ষকদের বোনাস দেওয়া সম্ভব বলেও জানিয়েছেন মন্ত্রণালয় ও মাউশির কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ বলেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাব আমরা আজ হাতে পেয়েছি। এ প্রস্তাব কয়েকটি ধাপ অতিক্রম করে অনুমোদন হবে। জিও জারির পর তারা ঈদ বোনাসের অর্থ তুলতে পারবেন।

শিক্ষক-কর্মচারীরা বোনাসের অর্থ কবে পেতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে তারা যেন বোনাসের অর্থ পান, সেই চেষ্টা করা হচ্ছে।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী-সময়ে ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০-এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি।

অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারী এখনো ডিসেম্বর মাসের বেতনও পাননি। চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন।

এএএইচ/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।