গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির আবেদন শেষ আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ১২ জুন ২০২৫
ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ভর্তির আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আজ। একই সঙ্গে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ এবং জমাও শেষ হবে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির চূড়ান্ত আবেদন ২৯ মে বিকেল ৫টা হতে শুরু হয়েছে। ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি আরও ৩০০ টাকা যুক্ত হবে। অর্থাৎ, বিশেষায়িত বিষয়ে ফিসহ মোট আবেদন ফি হবে ৮০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এএএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।