কুয়েট শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা

উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে, অনশন ভেঙে ক্লাসে যাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২২ এপ্রিল ২০২৫

উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা প্রায় ২৬ ঘণ্টা অনশনে থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের অনশন ভেঙে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানেয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার। একই সঙ্গে দ্রুত কুয়েটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন উপদেষ্টা। এসময় তিনি আশ্বাস দিয়ে অনশন প্রত্যাহারের আহ্বান জানান।

বিজ্ঞাপন

এদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কুয়েটে আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। এসময় তিনি জানান যে, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দ্রুত খুলনায় যাবে। তারা কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলমান সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জানা যায়, উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ জন ছাত্র। এ অনশনে এ পর্যন্ত একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তার নাম সাদীদ সিদ্দিকী ফরিব। তিনি সিএসই ২১ ব্যাচে অধ্যয়নরত। বর্তমানে সাদীদ চিকিৎসাধীন।

এএএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।