ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২২ জুলাই পর্যন্ত শিক্ষকরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপ-সচিব মো. আব্দুল হান্নান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ৮ জুলাই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৫ জুলাই) এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। সেদিনই নতুন করে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।