কেউ পাস করেনি ৪৯ প্রতিষ্ঠানের


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংম নেওয়া  ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। মঙ্গলবার প্রকাশিত জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ঢাকা বোর্ডের ৬টি, রাজশাহী বোর্ডের ৫টি, যশোরের ৩টি, বরিশালের ১টি, দিনাজপুরের ৮টি, বিআইএসই ২৩টি এবং মাদরাসা বোর্ডের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

এবারে সারা দেশে মোট  ২৭ হাজার ৮৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এদিকে গতবছর কোনো শিক্ষার্থীই উত্তির্ণ হয়নি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৭টি। আর সেবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৭ হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।