২৪ সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১ এএম, ২০ জুন ২০২৫
ফাইল ছবি

দেশের আরও ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ২২টি মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মাৎ রহিমা অক্তারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মধ্যদিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। এরপর ৬৮টি কলেজ, ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সবশেষ নাম পরিবর্তন করা ২৪টি প্রতিষ্ঠানের নতুন নাম ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।