ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৪ জুন ২০২৫

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে সারাদেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ মঙ্গলবার (২৪ জুন)। এদিন থেকে আবার ক্লাসে ফিরছে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতেও এ ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষাপঞ্জি অনুযায়ী- জুনের শুরু থেকে ২১ দিনের লম্বা ছুটিতে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। গত ৩ জুন থেকে এ ছুটি শুরু হয়। এ ছুটি চলে ২৩ জুন পর্যন্ত। সেই হিসাবে সোমবার (২৩ জুন) ছুটি শেষ হয়েছে। আর
মঙ্গলবার (২৪ জুন) ক্লাস শুরু হবে।

ঈদের ছুটি শেষে গত ল ১৩ জুন সরকারি-বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়। ওইদিন থেকে কলেজে যথারীতি ক্লাস চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর ২২ জুন মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়। এছাড়া ছুটিতে থাকা মাদরাসাগুলো খুলবে আগামী ২৬ জুন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে, করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় মাস্ক পরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।