প্রাথমিকে গণিত-মাতৃভাষার ওপর গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২৫

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার ক্ষেত্রে গণিত ও মাতৃভাষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের ওপর আরও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেওয়া যায়, তাহলে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি হবে। এরপর সে নিজ উদ্যোগেই পড়তে পারবে এবং এগিয়ে যাবে।

রোববার (১৩ জুলাই) ‌‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার্থীদের আমরা যদি সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি, তাহলে সামগ্রিক শিক্ষার মান বাড়বে। পাশাপাশি যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে। এটি সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়। ‌এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয় না।‌ এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সিলেট বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম প্রমুখ।

এএএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।