‘ছুটির পর আইসো একসঙ্গে দোল খাবো বলা ফুলগুলো হারিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫
কলেজে এলেই ছোট ভাই-বোনদের মুখগুলো ভেসে ওঠে ফাইরুজের/ ছবি: জাগো নিউজ

যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রায় দুই সপ্তাহ পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল। সকালে দোয়া মাহফিলে অংশ নেন তারা। এরপর কিছু সময় ক্লাসে বসেন। শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে কিছুক্ষণ ঘুরে-ফিরে বাসায় ফিরেছেন।

দোয়া মাহফিল, ক্লাসে যাওয়া এবং ঘোরাঘুরির ফাঁকে সবাই থমকে যান বিমানবিধ্বস্ত হওয়া হায়দার আলী ভবনের সামনে। সেখানে এলেই যেন ২১ জুলাইয়ের ভয়াল সেই স্মৃতি তাড়া করে ফিরছে তাদের। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। অনেকে আবার ভবনের সামনের রাস্তায় ঠাঁই দাঁড়িয়ে একদৃষ্টিতে দেখছেন পোড়া ভবনটি।

jagonews24

তেমনি একজন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইসলাম। দুপুর ২টার দিকে ক্যাম্পাস থেকে বেরোনোর আগে আবারও থমকে দাঁড়ান বিধ্বস্ত হায়দার আলী ভবনের সামনে। সেখানে কথা হয় ফাইরুজের সঙ্গে। তার ভাষ্য, ‌‘সেদিনের কথা মনে করতে চাই না, খুব খারাপ লাগে। অনেক বর্ণনা দিই, অনেক কিছু আমরা বলি...কিন্তু কতটা ভয়াবহ ঘটনা, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

আরও পড়ুন

ফাইরুজ বলেন, ‘আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লাগে; ২১ জুলাই সকালে আমি যখন কলেজে এসেছিলাম, এখানে (হায়দার আলী ভবনের সামনে) আমার ছোট ভাই-বোনেরা খেলছিল। ওরা দোলনায় দোল খাচ্ছিল। আমাকে বলেছিল, আপু ছুটির সময় আইসো, একসঙ্গে দোল খাবো।’

jagonews24

‘কিন্তু আজকে ওদের কেউ নেই। ছোট ভাই-বোনগুলোর অনেকে চিরতরে হারিয়ে গেছে। অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ফুলগুলো সব ফোটার আগেই ঝরে গেছে।’

ফাইরুজ ইসলাম বলেন, ‘আমাদের এ ক্যাম্পাস ওদের কিচিরমিচিরে প্রাণবন্ত ছিল। কিন্তু আজ এ ক্যাম্পাস প্রাণ হারিয়ে ফেলেছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এদিক দিয়ে গেলেই বুকটা কেমন হাহাকার করছে।’

পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একাদশে পড়ুয়া এ ছাত্রী বলেন, ‘কিন্তু আমাদের সবাইকে আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতেই হবে। আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপদেষ্টাসহ শিক্ষকরা সবসময় আমাদের খোঁজ-খবর রেখেছেন। মানসিকভাবে সমর্থন দিয়েছেন। আশা করছি, আমরা ধীরে ধীরে ট্রমা কাটিয়ে স্বাভাবিক পড়ালেখায় ফিরতে পারবো।’

jagonews24

নিজেই নিজেকে সান্ত্বনা দিলেও ফাইরুজের কণ্ঠে আবারও আকুতি। তিনি বলেন, ‘জন্ম নিয়েছি আমরা, মৃত্যুও হবে। আমরা কেউ বেঁচে থাকবো না। এটাই সত্য ও চিরন্তন। কিন্তু ওদের মৃত্যুটা যে এত ছোট বয়সে হলো, এভাবে দুর্ঘটনায়...মর্মান্তিকভাবে হলো সেটাই সারাটা জীবন মনে দাগ কেটে থাকবে।’

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।