বোর্ড সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৮ আগস্ট ২০১৬

ঝালকাঠি এনএস কামিল মাদরাসা প্রতিবছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডের শীর্ষ স্থান অর্জন করেছে।

এখান থেকে এবছর আলিম পরীক্ষায় ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করে ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিরা সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার দাঁড়িয়েছে ৫৯%।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম বলেন, ২০১৩ সনে ১২১ জন এবং ২০১৪ সনে ২৭৪ জন জিপিএ-৫ পাওয়ায় বোর্ডের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে এ প্রতিষ্ঠানটি।

মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৫৯%, ঢাকা দারুন্নাজাত মাদরাসার ৫৪%, তামীরুল মিল্লাত মাদরাসার ৩৭%।

টপটেন পদ্ধতি না থাকায় এতেই প্রতিয়মান হয় যে বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।