রাজবাড়ীতে বিজ্ঞান ও গণিত উৎসব


প্রকাশিত: ০৭:১৮ এএম, ২২ জানুয়ারি ২০১৭

নতুন কিছু শেখা, অাবিষ্কার ও বিজ্ঞানের অগ্রযাত্রাকে তরান্নিত করতে রাজবাড়ীতে ২য় বারের মত বিজ্ঞান ও গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অায়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার অালোচনা সভা এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা।

এতে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাজিজা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও অাইসিটি মানোয়ার হোসেন মোল্লা।

RAJBARI

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক প্রফেসর মতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি অাদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক অাব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী সরকারি কলেজের গনিত বিভাগের প্রভাষক অদৈত কুমার দাস, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অাক্তার হোসেন ও বিজ্ঞান শিক্ষক প্রাণ কৃষ্ণ সাহা প্রমূখ।

এছাড়া জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অালোচনা সভা শেষে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিগণ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে গণিত উৎসব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।