জনবল নিয়োগ কার্যক্রম স্থগিত করল ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিভিন্ন শূন্য পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ মার্চ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনপত্র জমা দেয়ার সময় ১৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ব্যাপক বিস্তার লাভ করছে। এ অবস্থায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
সম্প্রতি ইউজিসিতে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালকসহ ২৫টি পদে ৩৭টি শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি।
এমএইচএম/এসআর/এমকেএইচ