শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেট বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৪ জুন ২০২০

আসন্ন বাজেটে নন এমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতিসহ কয়েকজন সাংসদকে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমিন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আযীমকে এই চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন বাজেটে ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস, এমপিওভুক্ত শিক্ষকদের এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে বাজেট বরাদ্দ রাখতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি মাত্র টাইমস্কেল বন্ধ রেখে উচ্চতর গ্রেড দেয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও তার কার্যকারিতা নেই। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা এবং শিক্ষা সহায়ক কোনো ভাতা নেই। এমপিওভুক্তি প্রক্রিয়া কোনো ভালো পদ্ধতি নয় এবং সব জায়গায় শিক্ষক হয়রানি হচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তাই আসন্ন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে নন এমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণের দাবি জানান শিক্ষকরা।

এমএইচএম/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।