মাস্টারমাইন্ড স্কুলে ৫০ শতাংশ টিউশন ফি ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৭ জুন ২০২০

দেশের শীর্ষ পর্যায়ের মাস্টারমাইন্ড স্কুলের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবকের কর্মসংস্থান বন্ধ রয়েছে। এতে করে তারা আর্থিক সংকটে পড়েছেন। দেশের বড় বড় মহামারিতে অনেকে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। বিষয়টি বিবেচনা করে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে। অনলাইনে ক্লাস কার্যক্রমের সঙ্গে প্রতিদিন বাসারকাজ দেয়া হচ্ছে। পাশাপাশি জরুরি অবস্থায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা আয়োজনের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ নির্দেশনা সকল অভিভাবকের ই-মেইল ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।

মাস্টারমাইন্ড স্কুলের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরামের নেতারা। ফোরামের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের টিউশন ফি ৫০ শতাংশ মওকুফের আবেদন জানানো হয়। এ আবেদনের ভিত্তিতে মাস্টারমাইন্ড স্কুলে তিন মাসের টিউশন ফি ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

তিনি আরও বলেন, বর্তমান মহামারিতেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি আদায়ে মরিয়া হয়ে উঠেছে। তারা সুদের হারে টাকা লোন নিয়ে টিউশন ফি পরিশোধ করতে চাপ প্রয়োগ করছে। এটি সত্যিই দুঃখজনক। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। মাস্টারমাইন্ড স্কুলকে অনুসরণ করে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে বন্ধ থাকা তিন মাসের টিউশন ফি ৫০ শতাংশ ছাড় দেয়ার দাবি জানান তিনি।

এমএইচএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।