আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির ১৩ ক্লাস
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠ সম্প্রচার চলছে। সংসদ বাংলাদেশ টেলিভিশনে আজ (সোমবার) মাধ্যমিকের ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
আজ মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইংরেজি ক্লাস বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা, অষ্টম শ্রেণির বাংলা ক্লাস ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বাংলা, উচ্চতর গণিত এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্লাস ১টা ২০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।
অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ওয়েলডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন এবং দশম শ্রেণির ফার্ম মেশিনারি ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।
এমএইচএম/জেডএ/জেআইএম