মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত ৭ অক্টোবর সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। তিনি এতদিন নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে করোনায় আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের রোগমুক্তি কামনায় স্বাধীনতা শিক্ষক পরিষদ বৃহস্পতিবার বাদ আসর মাদরাসাতুর রহমান আল ইসলামিয়া মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তেজগাঁও মিশন মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান নাঈম, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ জহিরুল হক, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুজিবুর রহমান বাবুল, আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ এ কে এম সাইফুল্লাহ, অধ্যক্ষ আব্দুস সাকুর, অধ্যক্ষ নাজমুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল কাদির, অধ্যক্ষ রফিকুল হক, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যক্ষ মো. ফয়সাল, সামসুল আলম, তাজুল ইসলাম প্রমুখ।

এমএইচএম/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।